BN/680508c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন। এটা কোনো নতুন আন্দোলন নয়। এই আন্দোলন কমপক্ষে পাঁচশো বছর পুরোনো। এই আন্দোলন এখন ভারতে সর্বত্র, অবশ্যই তোমাদের দেশে নতুন। আমাদের এই অনুরোধ দয়া করে যদি তোমরা এই আন্দোলনকে আন্তরিক ভাবে গ্রহণ করো। আমরা তোমাদের প্রযুক্তিগত প্রগতি থামাতে বলছিনা। তোমরা করো। বাঙ্গালায় একটি প্রবাদ আছে যে রাধ্যে জানে সে চুল বাধ্যেও জানে। এটা মহিলাদের প্রকৃতি। তারা বাইরে গেলে খুব সুন্দর ভাবে সাজে। তাই তেমনি, তোমরাও বিভিন্ন প্রযুক্তিতে ব্যস্ত থাকতে পারো। তাতে বাধা দেওয়া হচ্ছেনা। একই সাথে তোমরা এই আত্মবিজনের প্রযুক্তিও বোঝবার চেষ্টা করো।"

৬৮০৫০৮-ম ই টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি প্রবচন- বোস্টন

৬৮০৫০৮-ম ই টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি প্রবচন- বোস্টন