BN/680521 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং বৈদিক সভ্যতা অনুযায়ী নারীদের বিবাহ অপ্রযুক্ত। বৈদিক স্মৃতি অনুযায়ী মহিলাদের স্বাধীনতা কখনো সীকৃতি দেওয়া হয়নি। স্মৃতি মানে নিয়মাবলী, বৈদিক নিয়ম। যতদিন মহিলারা অবিবাহিত তাদের পিতার আশ্রয়ে থাকতে হয়, এবং যৌবনকালে তাকে ভালো স্বামীর আশ্রয়ে থাকতে হয় এবং বার্ধক্যে তাকে তার সন্তানদের আশ্রয় থাকতে হবে।"

৬৮০৫২১ - প্রবচন দীক্ষা - বোস্টন

৬৮০৫২১ - প্রবচন দীক্ষা - বোস্টন