BN/680614 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
" প্রকৃতির নিয়ম তুমি অমান্য করতে পারো না। এটি তোমার উপর জারি করা হবে। ঠিক যেমন প্রকৃতির এক নিয়ম শীত ঋতু। তুমি তা পরিবর্তন করতে পারো না। সেটি তোমার উপর জারি করা হবে। প্রকৃতির নিয়ম, গ্রীষ্মকাল, তুমি সেটি পরিবর্তন করতে পারো, তার কোনোটাই বদল করতে পারো না। প্রকৃতির নিয়ম বা ভগবানের নিয়ম, যেমন সূর্য পূর্ব দিক থেকে উদিত হচ্ছে এবং পশ্চিম দিক দিয়ে অস্ত যাচ্ছে। তুমি তার কোনোটাই পরিবর্তন করতে পারো না। সেটি তোমাকে বুঝতে হবে, প্রকৃতির নিয়ম কিভাবে চলছে। সেটাই হলো কৃষ্ণ ভাবনাময়, প্রকৃতির নিয়ম বোঝা।এবং যখনি আমরা প্রকৃতির নিয়মের কথা বলি, আমাদের অবশ্যই মানতে হবে যে একজন আইন প্রণেতা আছেন। প্রকৃতির নিয়ম স্বয়ংক্রিয়ভাবে বিকশিত হতে পারে না। তার নেপথ্য অবশই কোনও কর্তাব্যক্তি রয়েছেন। শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায়ে তাই বলা হয়েছে যে ময়াধ্যক্ষেণ প্রকৃতিঃ সূয়তে সচরাচরম্ (শ্রীমদ্ভগবদ্গীতা ৯/১০): "আমার নির্দেশনায়, তত্ত্বাবধানে, জড় জাগতিক আইন কাজ করছে।"
৬৮০৬১৪ - প্রবচন শ্রীমদ্ভগবদ্গীতা ৪/৮ - মন্ট্রিয়াল