BN/680706 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো ভগবান তোমার ভালোবাসার জন্য সবসময় উৎকণ্ঠিত, তোমার জড়জাগতিক সম্বলের প্রতি নয়। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যদি কেউ তোমাকে খুব ভালো, সুস্বাদু খাওয়ার, অনেক প্রকারের ব্যঞ্জন দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত, তোমার খিদে নেই, তাহলে সব বৃথা, কারণ তুমি খেতে পারবেনা, তোমার খিদে নেই। তেমনি ভগবানকে তুমি অনেক কিছু সাজিয়ে দিতে পারো, কিন্তু যদি তাতে ভালোবাসা না থাকে, তা গ্রহণযোগ্য নয়। তা গৃহীত হবেনা, কারণ ভগবান গরিব নন। তিনি তোমার কাছে ভিক্ষা চাইছেননা।"

৬৮০৭০৬ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৯.০৯ - মন্ট্রিয়াল

৬৮০৭০৬ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৯.০৯ - মন্ট্রিয়াল