BN/680710 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই জড়ো অবস্থায় সর্বদা উদ্বেগ, যে ব্যক্তি সবসময় উদ্বিগ্ন থাকে, সে শুদ্র । এটা ঘটনা... যদি তুমি বর্থমান সমাজে দেখ, কে উদ্বিগ্ন নয়, উৎকণ্ঠায় ভরা, কেউ বলবেনা যে 'আমি উদ্বেগে ভরা নোই'। 'আমার কত উৎকণ্ঠা আছে'। সুতরাং তার মানে সে একজন শুদ্র। কলৌ শুদ্র সম্ভব (স্কন্দ পুরান)। 'এই যুগে সবাই শুদ্র'। সেটাই উপসংহার।"

৬৮০৭১০ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৯.১০ - মন্ট্রিয়াল