BN/680716 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীকৃষ্ণ বলছেন স্বকর্মন তম অভ্যর্চ্য। তোমার কর্মের দ্বারা তুমি কেবল ভগবানের পূজা করবার চেষ্টা কর। কারণ শ্রীকৃষ্ণের সব দরকার। তা যদি তুমি কুমোর হও, মাটির পাত্র ভগবানকে দেও। তোমার ফুলের দোকান থাকলে, ফুল দেও। তুমি কাঠমিস্তিরি হলে, মন্দিরের জন্য কাজ কর। যদি ধোপা হও, মন্দিরের কাপড় ধৌ। মন্দিরের কেন্দ্র হচ্ছেন, শ্রীকৃষ্ণ। এবং সবাই সেবা করবার সুযোগ পায়। তাই মন্দিরের সেবা খুব ভালো। সুতরাং মন্দিরের এমন ব্যবস্থাপনা করা উচিত যে আমাদের কোন টাকা লাগবেনা। তুমি সেবা কর। ব্যাস। তুমি তোমার সেবায় মগ্ন থাকো। সেবা বদল করোনা। কিন্তু তুমি মন্দিরে- মানে ভগবানের সেবা কর- তোমার কর্মের দ্বারা।"

৬৮০৭১৬ - কথোপকথন - মন্ট্রিয়াল