BN/680803b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল
From Vanipedia
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আমরা কোন ব্যবধান করিনা যে পুরুষেরা মহিলাদের থেকে বেশি কৃষ্ণভাবনাময় হতে পারে। না। নারীরা বেশি কৃষ্ণভাবনাময় হতে পারে, কারণ তারা খুব সাধারণ। তারা ধর্মকে গ্রহণ করেন। সাধারণত, নারীরা গ্রহণ করেন, কারণ তারা খুব সাধারণ। তাদের খারাপ বুদ্ধি নেই। কখনো কখনো তাদের সুযোগ নেওয়া হয়। সুতরাং আধ্যাত্মিক স্তরে কোন বিভেদ নেই।"
|
৬৮০৮০৩ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০২.০৬ - মন্ট্রিয়াল |