BN/680821 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমাদের পরিস্থিতি ভিন্নভাবে গণনা করা হয়। এমন নয় যে আমরা প্রত্যেকে একই স্তরে অবস্থিত। জড় জাগতিক স্তরে আমরা তিনটি ভিন্ন অবস্থানে অবস্থিত: সত্ত্ব-রজ-তমো। সত্ত্ব মানে সত্বগুন, রজ মানে রজোগুণ এবং তমো মানে তমোগুণ অথবা অন্ধকার। সুতরাং, এতক্ষণ আমরা জড় জাগতিক স্তরে রয়েছি, সর্বোচ্চ অবস্থানিক অবস্থা হলো সত্ত্বগুণ। "
৬৮০৮২১ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭/০৯/১৩ - মন্ট্রিয়াল