BN/680826b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"একজন ব্রাহ্মণের কাজ করার নিয়ম নেই। এটা হলো ধন প্রতিগহ। প্রতিগ্রহ মানে অন্যদের থেকে দান নেওয়া। যেমন তোমরা আমাকে কত কিছু দিলে- টাকা, কাপড়, খাদ্য- সুতরাং একজন সন্ন্যাসী, ব্রাহ্মণ তা গ্রহণ করতে পারে। সবাই নয়। গৃহস্থ তা পারেনা। বিধিনিষেধ আছে। ব্রহ্মচারী পারেন, কিন্তু সে গুরুদেবের হয়ে গ্রহণ করতে পারে, নিজের জন্য নয়। এগুলো হচ্ছে নিয়ম।"
৬৮০৮২৬ - কথোপকথন - মন্ট্রিয়াল