BN/680911 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তির মূর্খ হওয়া উচিত নয়। যদি তাকে বোঝাতে হয়ে যে এই ব্রহ্মাণ্ডে গ্রহরা কিভাবে ভেসে আছে , এই মানুষ্য শরীর কিভাবে ঘুরছে,কত ধরণের প্রাণী আছে, তারা কিভাবে বিবর্তিত হচ্ছে এগুলো সব বৈজ্ঞানিক জ্ঞান - পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, রসায়ন, জ্যোতিবিজ্ঞান, সব কিছু। সেহেতু শ্রী কৃষ্ণ বলেছেন,' জায় জসত্বা : যদি তুমি এই জ্ঞান বুঝতে পারো, কৃষ্ণ ভাবনামৃত, তালে তোমার জানার আর কিছু নেই। তারমানে তোমার পূর্ণ জ্ঞান আছে। আমরা জ্ঞানের পেছনে ছুটছি ,কিন্তু যদি আমাদের কৃষ্ণ ভাবনামৃত সম্মন্ধে জ্ঞান থাকে, এবং যদি আমরা শ্রী কৃষ্ণকে জানি, তালে সমস্ত জ্ঞান আছে তার মধ্যে। "
৬৮০৯১১ - প্রবচন ভগবদ গীতা ০৭ .০২ - সান ফ্রান্সিস্কো