BN/680912 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো যে কোন ব্যক্তি যদিও একটি কুকুর এতো জঘন্য পরিস্থিতিতে থাকা সত্ত্বেও, সে খুব আনন্দময়। সে চিন্তা করে ,'আমি খুব খুশি। 'একটি শুকার, যে কোন পশু আমরা হলাম মানুষ, আমাদের জীবনে ভালো সুযোগ সুবিধা আছে। প্রকৃতির দ্বারা পশুদের সেরকম সুযোগ সুবিধা দেওয়া হয়নি , কিন্তু তা সত্ত্বেও তারা মনে করে, তারা আনন্দ উপভোগ করে। যদি আমরা বলি , অবশই, সরাসরি ভাবে, কেউ খারাপ পেতে পারে কিন্তু এটাই হলো প্রকৃতির নিয়ম। তো যে যতই জঘন্য পরিস্থিতিতে থাকুক, সে ভাবে সে আনন্দে আছে।"
৬৮০৯১২ - প্রবচন শ্রীমদ ভগবদ ০৬ .০১ .০৬ -১৫ - সান ফ্রান্সিস্কো