BN/680930 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্‌ল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমাদের কর্মসূচি হল শ্রীগোবিন্দকে আদি পুরুষকে ভালবাসা এবং নিষ্ঠার সাথে পূজা করা। গোবিন্দম্ আদি পুরুষং। এটি কৃষ্ণ চেতনা। আমরা মানুষকে শ্রীকৃষ্ণকে ভালবাসতে শেখাচ্ছি, এটুকুই। আমাদের কর্মসূচী হল ভালোবাসা, আপনার ভালোবাসাকে যথাযথ স্থানে স্থাপন করা। এটাই আমাদের কর্মসূচি। প্রত্যেকেই ভালোবাসতে চায়, কিন্তু তার ভালোবাসা ভুল ভুল জায়গায় হওয়ার কারণে সে হতাশ হচ্ছে। মানুষ তা বোঝে না। তাদের শেখানো হচ্ছে, 'প্রথমত, তুমি তোমার শরীরকে ভালোবাসো'। তারপর একটু প্রসারিত, 'তুমি তোমার বাবা এবং মাকে ভালোবাসো'। তারপর 'তোমার ভাই বোনকে ভালোবাসো'। তারপর 'তোমার সমাজকে ভালবাসুন, আপনার দেশকে ভালবাসুন, সমগ্র মানব সমাজ, মানবতাকে ভালোবাসো'। কিন্তু এই সমস্ত সম্প্রসারিত প্রেম, তথাকথিত প্রেম, আপনাকে সন্তুষ্টি দেবে না যতক্ষণ না আপনি শ্রীকৃষ্ণকে ভালবাসার পর্যায় না পৌঁছান। তখন আপনি সন্তুষ্ট হবেন। "
৬৮০৯৩০ - প্রবচন - সিয়াট্‌ল