BN/681002 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্‌ল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শুধু বোঝবার চেষ্টা করো। একটি টাইপরাইটার যন্ত্র, একটি ছোট স্ক্রু, যখন সেটা হারিয়ে যায়, তখন তোমার মেশিন ভালো করে কাজ করে না। তুমি একটা মেরামতের দোকানের যাও, সে ১০ ডলার দাম ধরলো ধরো, তুমি তাকে তৎক্ষণাৎ টাকা দিয়ে দাও। সেই ছোট্ট স্ক্রু যখন যন্ত্রের বাইরে থাকে, সেটার কোন মূল্য থাকেনা, এক পেনির চতুর্থাংশও না। ঠিক তেমনি, আমরা পরমেশ্বর শ্রী কৃষ্ণের অংশ। আমরা যদি পরমেশ্বর সাথে কাজ করি, তার মানে হলো যদি আমরা কৃষ্ণ ভাবনামৃতে বা ভগবানের চেতনায় কাজ করি, ' যে আমি হলাম অংশ '। ঠিক যেমন এই আঙ্গুলটা শরীরের চেতনায় কাজ করছে, যখনি একটু অল্প ব্যথা হয়ে আমি অনুভব করতে পারি। ঠিক তেমনি যদি তুমি নিজেকে নিখুঁতভাবে কৃষ্ণ ভাবময়ে করো, তালে তুমি তোমার স্বাভাবিক স্তরে আছো, তোমার জীবন সার্থক। ঠিক যখনি তুমি কৃষ্ণ ভাবনামৃত থেকে শোর যাচ্ছ, সেখানে সম্পূর্ণ ঝামেলা আছে । সম্পূর্ণ ঝামেলা সেখানে থাকে। তো, এরকম অনেক উদাহরণ আমরা আমাদের প্রতিদিনের ক্লাসে দিয়ে থাকি। তো আমাদের কৃষ্ণ ভাবনামৃত হতে হবে যদি আমরা একটুও খুশি থাকতে চাই এবং আমাদের স্বাভাবিক অবস্থায় থাকতে চাই। ."
৬৮১০০২ - প্রবচন - সিয়াট্‌ল