BN/681011b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্‌ল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"চেতনার এই সূত্র বোঝা খুব সহজ। যে কেউ বুঝতে পারবে। ঠিক এই দেহের মতো, যতক্ষণ এই দেহে আত্মা আছে, চেতনা আছে। ঠিক যেমন সূর্য যতক্ষণ দেখা যায়, তত ক্ষন গরম এবং সূর্যরশ্মি আছে। তেমনি, যতক্ষণ দেহে প্রাণ আছে, তত ক্ষন চেতনা আছে। যেই আত্মা দেহ ছেড়ে চলে যাবে, তখন কোনো চেতনা নেই।"
৬৮১০১১ - প্রবচন - সিয়াট্‌ল