BN/681018b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্‌ল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ঠিক যেমন হাজার হাজার মাইলস দূরে তুমি তোমার টেলিভিশনের ছবি অথবা রেডিওর আওয়াজ স্থানান্তর করতে পারো, সেরকম, তুমি যদি নিজেকে তৈরি করতে পারো, তালে তুমি গোবিন্দকে সব সময়ে দেখতে পাবে। এটা কোন কঠিন ব্যাপার নয়। এটা ব্রহ্মাসংহিতায়ে উল্লেখ করা আছে, প্রেমাঞ্জন-চরিতা -ভক্তি -ভিলোচনেনা। তোমাকে শুধু তোমার চোখকে তৈরি করতে হবে, তোমার মন কে অভাবে তৈরি করতে হবে। এখানে একটা টেলিভিশনের বাক্স আছে তোমার হৃদয়ের মধ্যে। সেটাই হলো যোগের পরিপূর্ণতা। এটা নয় যে তোমাকে কোন যন্ত্র কিনতে হবে, অথবা টেলিভিশন সেট। এটা রয়েছে, এবং ভগবানও রয়েছে । তুমি দেখতে পারো, তুমি শুনতে পারো, কথা বলতে পারো, স্বার্থ যে তোমার কাছে ওই যন্ত্রটা আছে, তুমি তার মেরামত করো, সেটাই সব। এই মেরামতের পদ্ধতিটাই হলো কৃষ্ণ ভাবনামৃত। "
৬৮১০১৮ - প্রবচন - সিয়াট্‌ল