BN/681021d প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্‌ল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কলি সন্তরণ উপনিষদেও বলা হয়েছে যে এই কলি যুগে এই ষোলোটি অক্ষর মায়ার খপ্পর থেকে বদ্ধজীবকে উদ্ধার করতে পারে। সেখানে ও বলা আছে যে মুক্তির জন্য এর থেকে উত্তম পদ্ধতি আর নেই। সমস্ত বেদের একই উপদেশ। মুকুন্দ উপনিষদেও মাধবাচার্য বলছেন তার তাৎপর্য যে দ্বাপর যুগে ভগবান বিষ্ণু পঞ্চ রত্ন বিধির দ্বারা পূজিত হন। কিন্তু কলিযুগে কেবল ভগবান নাম জপের মাধ্যমেই তাকে ভজনা করা হয়।"
৬৮১০২১ - চৈতন্য চরিতামৃতের নির্দেশনা - সিয়াট্‌ল