BN/681114 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সমগ্র জগতে, আমরা জয়ী দেখি, সব এই চব্বিশটি পদার্থ দিয়ে তৈরি... ঠিক যেমন রং। ভিন্ন প্রকার রং মনে: তিন রকমের- হলদে, লাল এবং নীল। যারা রং মেশাতে দক্ষ। তারা এই তিনটে রঙকে মিলিয়ে ৮১টি রং তৈরি করতে পারবে। তিন গুণ তিন নয়, নয় গুন নয় একাশি। যারা রং করতে দক্ষ, তারা তিনটে রং দিয়ে একাশিতি রং তৈরি করে দেখাতে পারবে। তেমনি এই জরাপ্রকৃতি....অবশ্যই তা একটি শক্তি। কিন্তু এই তিনটি শক্তির মধ্যে তিনটি গুণ আছে: সত্ব গুন , রজগুন,তমঃগুণ । এই তিন্তিগুনের মিশ্রনে মন, বুদ্ধি, অহংকার- সূক্ষ্ম বস্তুগুলো তৈরি হয়, তারপর এই সূক্ষ্ম বস্তু থেকে স্থূল বস্তু তৈরি হয়।"
চব্বিশ প্রকার গুনের প্রবনের উদ্ধৃতি - লস্‌ এঞ্জেলেস্‌