BN/681125b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যদি তুমি শুদ্ধ ভক্তকে অনুসরণ করো, তাহলে তুমিও একজন শুদ্ধ ভক্ত। এটা শতভাগ শুদ্ধ নাও হতে পারে, কারণ আমরা বদ্ধ জীবন থেকে নিজেকে উত্থাপন করার চেষ্টা করছি। তবে যদি আমরা শুদ্ধ ভক্তকে কঠোরভাবে অনুসরণ করি, তাহলে আমরাও শুদ্ধ ভক্ত। এখনও পর্যন্ত আমরা যা করি, তা শুদ্ধ। সুতরাং শুদ্ধ ভক্ত মানে এই নয় যে কাউকে অবিলম্বে শতভাগ শুদ্ধ হতে হবে। মাহাজানো য়েন গতঃ স পন্থাঃ (শ্রীচৈতন্য চরিতামৃত মধ্য ১৭/১৮৬)।" তবে যদি সে এই নীতিতে অটল থাকে যে, "আমরা একজন শুদ্ধ ভক্তকে অনুসরণ করব," তাহলে তার কর্ম হল. . . তিনি একজন শুদ্ধ ভক্তের মতই। সেটি একটি . . .এটা আমি নিজের মত করে ব্যাখ্যা করছি না; এটা ভাগবতের ব্যাখ্যা।
৬৮১১২৫ - প্রবচন শ্রীমদ্ভগবদ্গীতা ০২/১-১০ - লস্‌ এঞ্জেলেস্‌