BN/681213 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
From Vanipedia
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যদি তুমি মনে করো আমি অর্ধেক জল আর অর্ধেক দুধ রাখবে", তা করা যায়, কিন্তু দুটোই লঘু বা নষ্ট হয়ে যায়। যদি দুধ রাখতে চাও, তাহলে জল ফেলে দিতে হবে, এবং যদি জল চাও, তাহলে দুধ রাখা যাবেনা। তেমনি, ভক্তি পারেসনুভবঃ। এটা পরীক্ষা। যদি তুমি কৃষ্ণভাবনাময় হও, যদি তুমি আধ্যাত্মিক জীবনে উন্নতি করো, জাগতিক জীবন থেকে ততটাই অনাসক্ত হবে। এটাই পরীক্ষা। কেবল ভাবলে, "আমি এতো ধ্যান করছি, আমি অনেক প্রগতি করছি", এরকম নয়। তোমাকে পরীক্ষা করতে হবে, আধ্যাত্মিক জীবনে উন্নতি করা মানে জাগতিক বাসনা থেকে আসক্তি কমবে।" |
৬৮১২১৩ - প্রবচন ভগবদ্গীতা ০২.৪০-৪৫ - লস্ এঞ্জেলেস্ |