BN/681219b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তোমাকে তোমার পদ পরিবর্তন করবার কোন প্রয়োজন নেই। তুমি তোমার কান কে ভগবদগীতা যথাযথ শুনতে নিযুক্ত করো ,তুমি সব আজেবাজে জিনিস ভুলে যাবে। তুমি তোমার চোখ কে শ্রীকৃষ্ণের বিগ্রহকে দেখতে নিযুক্ত করো। জিহ্বা কে শ্রীকৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে নিয়োজিত করো। পাকে মন্দিরে আস্তে নিযুক্ত করো। হাত কে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত কারো। নাক কে ভগবান শ্রীকৃষ্ণকে যে ফুল অর্পণ করা হয়েছে তার গন্ধ শুকতে নিযুক্ত করো। তালে তোমার ইন্দ্রিয়রা কোথায় যাবে? সে তো সব দিক দিয়ে বিমুগ্ধ হয়ে। তালে উত্কর্ষ হলো নিশ্চিত। তোমাকে জোর করে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে না - এটা দেখো না, এটা করো না, এটা করো না। না। তোমাকে তোমার ব্যস্ততা, অবস্থা পরিবর্তন করতে হবে। সেটা তোমাকে সাহায্য করবে। "
৬৮১২১৯ - প্রবচন ভগবদগীতা ০২ .৬২ -৭২ - লস্‌ এঞ্জেলেস্‌