BN/681223c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই পুরো জড় জাগতিক সভ্যতার প্রক্রিয়া হলো কঠোর সংগ্রামের জীবন, যা শেষ হয়ে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি দিয়ে। এই মানব সভ্যতা নিরর্থক ভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে জীবনের চিরস্থায়ী সমস্যার সাথে বিভিন্ন উপায়ের দ্বারা। কিছু ব্যক্তি জড় জাগতিক প্রচেষ্টা করছে এবং কিছু মানুষ আংশিকভাবে আধ্যাত্মিক প্রচেষ্টা করছে। জাগতিক ব্যক্তিরা সমস্যা সমাধান করবার চেষ্টা করছে বিজ্ঞান সংক্রান্ত জ্ঞান, শিক্ষা, দর্শনশাস্ত্র, নৈতিকতা, নীতিশাস্ত্র, কাব্য চিন্তার এবং ইত্যাদি অর্জনের দ্বারা। এবং আধ্যাত্মিক লোকেরা সমস্যার সমাধান করবার চেষ্টা করছে জড়পদার্থ থেকে আত্মার বিচক্ষণ করা বিভিন্ন পদ্ধতির দ্বারা। এবং কেউ কেউ নিগূঢ় যোগীদের মতন ঠিক সিদ্ধান্তে আসবার চেষ্টা করছে। কিন্তু সবার এটা জানা দরকার যে এই কলি যুগে, অথবা এই কলহ এবং মত বিরোধের যুগে, সাফল্য অর্জন করবার কোন উপায় নেই, কৃষ্ণ ভাবনামৃতের পন্থা গ্রহণ করা ছাড়া। "
প্রবচন রেকর্ড করা ইসকন লন্ডনের সদস্যদের - - লস্‌ এঞ্জেলেস্‌