BN/681226 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো যতদূর এই আন্দোলনের ভাবনা, এর চন্দ্র গ্রহে যাওয়ার যাত্রার সাথে কোন সম্পর্ক নেই। এর কিছু করার নেই সেই বিষয়ে। কিন্তু শ্রীমদ ভগবতে, কর্তৃত্ব বৈদিক শাস্ত্র, যেটা আমরা সাধারণত অনুকরণ করি, সেই গ্রন্থে একটি বিবরণ আছে, যে একজন ব্যক্তিকে চন্দ্র গ্রহে উন্নতি করতে গেলে,তাকে নিজেকে বিভিন্ন ধরণের পুজোর পন্থাতে অভ্যস্ত হতে হবে। ঠিক যেরকম ভগবত গীতায় বলা আছে যে যান্তি দেবব্রতা দেবান্ (ভগবত গীতা ৯.২৫) : দেবতাদের উপাসকেরা নির্দিষ্ট দেবতাদের দেবলোক প্রাপ্ত হবেন।"
৬৮১২২৬ - সাক্ষাৎকার - লস্‌ এঞ্জেলেস্‌