BN/681229 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"গৌরাঙ্গ বলিতে হবে পুলক -শরীরে। এটাই হলো জপের পূর্ণতা, যে ঠিক, যেই সময়ে আমরা জপ করি এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নি, যিনি সংকীর্তন আন্দোলন শুরু করেছেন, সঙ্গে সঙ্গে শরীরে কাঁপুনি হবে। তো এটা অনুকরণ করবার নয়। শ্রীল নরোত্তম দাস ঠাকুর প্রস্তাব দিয়েছেন যে, আমাদের যখন সেই সুবর্ণ সুযোগ আসবে, যে যেই মুহূর্তে আমরা ভগবান গৌরাঙ্গের নাম নেব, তত্ক্ষনাত আমাদের শরীরে কাঁপুনি হবে। এবং সেই কাঁপুনির পরে, হরি হরি বলিতে নয়নে বাইবে নীড়, হরে কৃষ্ণ জপ করতে করতে চোক দিয়ে কান্নার জল পরবে । "
প্রবচন গৌরাঙ্গ বলিতে হবের তাৎপর্যে - - লস্‌ এঞ্জেলেস্‌