BN/690113 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ঠিক যেমন যদি তুমি খুব ভালো করে কিছু অভ্যাস করো , পরীক্ষায় তৎক্ষণাৎ তা ভালো করে লিখতে পারবে। কিন্তু যদি তুমি অভ্যাস না করো, তাহলে লিখবে কি করে? তেমনি, যদি তুমি হরে কৃষ্ণ জপ করা অভ্যাস করো, ঘুমেও তুমি হরে কৃষ্ণ জপ করবে। তিনটি ধাপ আছে: ঘুমন্ত; জাগ্রত; স্বপ্ন; এবং অজ্ঞান। অজ্ঞান। চেতনা আমরা শ্রীকৃষ্ণকে চেতনায় আনছি। সুতরাং অজ্ঞান অবস্থায় শ্রীকৃষ্ণ চেতনায় থাকবেন। সুতরাং তুমি যদি সেই চরম সিদ্ধির স্তরে পৌঁছতে পারো, সেটা এই জাগতিক জীবনের শেষ। তুমি আধ্যাত্মিক জগতে প্রবেশ করবে, এবং তোমার নিত্য জীবন হবে, আনন্দময়, এবং তুমি শ্রীকৃষ্ণের সাথে নাচবে। ব্যাস।"
৬৯০১১৩- প্রবচন ভগবদ্‌গীতা ০৪.২৬-৩০ - লস্‌ এঞ্জেলেস্