BN/690208 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ইন্দ্রিয়ের প্রতি অকার্যকর হয়ে যাওয়া নয়। অন্নান্য দার্শনিকরা, তারা বললেন যে,'তোমরা ইচ্ছা করো না। ' আমরা বলি যে আমরা আজেবাজে ইচ্ছা করিনা, কিন্তু আমরা শ্রীকৃষ্ণকে ইচ্ছা করি। ইচ্ছা আছে, কিন্তু ঠিক যখনি কামনা বাসনা শুধু হয়ে যাবে, তখন আমি শ্রীকৃষ্ণকে বাসনা করা উচিত। যখন কেউ শুধু শ্রীকৃষ্ণকে বাসনা করে, সেটা হলো তার সুস্থ অবস্থা। এবং যদি কেউ অন্য কিছু কামনা করে, তালে বুঝতে হবে সে অসুস্থ অবস্থায় আছে। তো অসুস্থ অবস্থায় আছে মানে সে মায়ার দ্বারা কলুষিত আছে । এটা হলো বাহ্যিক। তো আমাদের দর্শন, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, কামনা বাসনা বন্ধ করার জন্য নয়, কিন্তু কামনা বাসনাকে শুধু করার। এবং কি করে তুমি শুদ্ধ হবে। কৃষ্ণ ভাবনামৃতের দ্বারা। "
৬৯০২০৮ - প্রবচন ভগবদ্গীতা ০৫ .১৭ -২৫ - লস্‌ এঞ্জেলেস্‌