BN/690305 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হাওয়াই

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমি এখন কোন নরম জায়গা স্পর্শ করতে চাই, আমার হাতকে আনন্দ দিতে, কিছু ছুঁয়ে। কিন্তু হাতটা যদি গ্লাভস দিয়ে আঁটকানো থাকে, আমি ভাল করে ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবনা। খুব সহজেই বুঝতে পারছ। ইন্দ্রিয়টি আছে, কিন্তু যদি ঢেকে রাখা হয়, সুযোগ থাকলেও, আমি সঠিক আনন্দ করতে পারবনা। তেমনি, আমাদের ইন্দ্রিয় আছে, কিন্তু এখন জড়দেহের দ্বারা তা আচ্ছন্ন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, সেই ইন্দ্রিয়ের দ্বারা আমরা মহানন্দ অপুভোগ করতে পারব, এই ঢাকা ইন্দ্রিয় দিয়ে নয়।"

৬৯০৩০৫ - প্রবচন - শ্রীগৌর পূর্ণিমার পরের দিন - হাওয়াই