BN/690319 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হাওয়াই

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"একজনের নিজের মনোভাব ব্যক্ত করা উচিত, বা ভগবানের সেবায়, নিযুক্ত হয়ে, কোন দ্বিধা ছাড়া। যেই মুহূর্তে কেউ কৃষ্ণভাবনাময় হয়, সে কবি হয় যায়। সেটা আরেকটি যোগ্যতা। একজন বৈষ্ণব, একজন ভক্ত, সে ছাব্বিশটি গুণাবলী অর্জন করে, কেবল শ্রীকৃষ্ণের সেবা করে। তার মধ্যে, একটি হচ্ছে, সে কবি হয় যায়। তো, মইম অংশ সর্ব প্রত্যাতনেন (শ্রীধর স্বামীর তাৎপর্য)। সুতরাং এইভাবেই যদি আমরা শ্রীকৃষ্ণ কত মহান বোঝাবার চেষ্টা করি, কত মহান, এই সেবাই যথেষ্ট।"
৬৯০৩১৯ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৯.০৮-১১ - হাওয়াই