BN/690323 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হাওয়াই

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো আমাদের ছাত্রদের শিক্ষা দিচ্ছি কি করে তাদের পূরণ, নিত্য প্রকৃত পরিচয়,ভগবানের সেবা করবার,পুনরুজ্জীবিত করা যায়। এটা আমাদের অভ্যাস। ঠিক যেমন এখানে দেখতে পারছ ছেলেরা ভগবানের এই বেদি সাজিয়েছে, খুব সুন্দর করে, ফুল এবং মোমবাতি দিয়ে। এটা বিশাল দামি নয়, কিন্তু এটা তৎক্ষণাৎ আকর্ষণ করছে। সুতরাং সবাই গৃহে এই অভ্যাস করতে পারে। কিছু ফুল এবং পাতা সংগ্রহ করে ভপগবানের বিগ্রহ বা চিত্রপটকে সাজানো, ফল বা ফুল নিবেদন করা কি খুব কঠিন? সবাই এটা করতে পারে। এবং তা করার মাধ্যমে, সে জীবনের পরমগতি লাভ করতে পারে: এই জগতে আর ফিরে আসতে হবেনা এবং এই দুঃখ দুর্দশা ভোগ করতে হবেনা। এটা আমাদের অভ্যাস।"

৬৯০৩২৩ - প্রবচন প্রশ্ন উত্তর - হাওয়াই