BN/690401 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো এখানে বলা হয়েছে বাসুদেবে ভগবতি ভক্তিযোগঃ প্রয়োজিতঃ (ভাগবত ১। ২। ৭)। যদি তুমি শ্রীকৃষ্ণকে ভালোবাসো তাহলে সমস্ত আধ্যাত্মিক নীতি লাভ করতে পারবে। বাসুদেবে ভগবতি ভক্তিযোগঃ। ভক্তিযোগঃ মানে ভক্তি... যদি তুমি ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করো তাহলে সমস্ত ধর্মীয় নীতি এমনিতেই আসবে। তুমি জানবে, "আমি এই দেহ নই; আমি আত্মা। আমার আছে... এই জাগতিক আসক্তি আমার কোন দরকার নেই। আমার আসল উদ্দেশ্য হচ্ছে জীবনে আধ্যাত্মিক উন্নতি করা। "সবকিছু পরিষ্কার হয়ে যাবে যদি তুমি কেবল শ্রীকৃষ্ণের সেবা করো।"
৬৯০৪০১ - কথোপকথন - সান ফ্রান্সিস্কো