BN/690416 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ঠিক ধরো আমি একটি জামা পরেছি যদি তা নোংরা বা যদি পুরোনো হয়, তাহলে আমি পরিবর্তন করবো; অন্য একটি জামা পরবো। তেমনি এই দেহ সেরকম। যখন তা নোংরা বা খুব পুরোনো হয়ে যায়, তখন আমরা অন্য একটি ধারণ করি এবং ওই দেহ ত্যাগ করি। সব বৈদিক শাস্ত্রের এটাই নির্দেশ। তাই এই দেহের কার্যকলাপ সব কিছু নয়। এবং অনেক অন্য প্রকার দেহ রয়েছে, আমরা যেমন এই দেহে এসেছি, এই পর্যায়ে, অনেক, অনেক খারাপ যোনি ভ্রমণ করে- জলের প্রাণী, পশু, গাছ, জীবাণু, সরীসৃপ, কত- আমরা বারংবার বলেছি...... ৮৪০০০০০ যোনি... তো এটা একটি সুযোগ। এই জীবন, এই মানব জীবন, উন্নতি করবার সুযোগ।"

৬৯০৪১৬ - প্রবচন শ্রীমদ্ভাগবত - নিউ ইয়র্ক

690416 - প্রবচন SB - নিউ ইয়র্ক