BN/690425 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমি তোমাকে বলেছিলাম যে, আমি আশা করি না যে সবাই কৃষ্ণ ভাবনাভাবিত হবে। তা সম্ভব নয়। কিন্তু যদি আকাশে একটি চাঁদ থাকে, তবে তা অন্ধকার দূর করার জন্য যথেষ্ট। তোমার অনেকগুলি তারার প্রয়োজন নেই। একশ্চন্দ্রসঃ তমো হন্তি ন চ তারা সহস্রশঃ (হিতোপদেশ ২৫)। এমনকি যদি সেখানে ..., যদি একজন মানুষ পুরোপুরি বুঝতে পারে যে এই কৃষ্ণ ভাবনাময় আন্দোলন কি, সে অন্য মানুষের ভীষণ উপকার করতে পারে। সুতরাং তোমরা সবাই বুদ্ধিমান ছেলে মেয়ে। তুমি তোমরা সমস্ত কারণ বা যুক্তি দিয়ে এই কৃষ্ণ ভাবনাময় দর্শন বোঝার চেষ্টা করো। তবে গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করো। "
৬৯০৪২৫ - কথোপকথন - বোস্টন