BN/690501 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যখন আমাদের চোখে ভগবানের প্রতি প্রেমের মলম লাগানো হবে, তখন এই চোখ দিয়ে আমরা ভগবানকে দর্শন করতে পারবো। ভগবান অদৃশ্য নন। ঠিক যেমন একজন ব্যক্তি চোখ ছানি বা অন্য কিছু হলে দেখতে পায়না। তার মানে এই নয় জিনিসটির অস্তিত্ব নেই। সে দেখতে পারেনা। ভগবান আছেন, কিন্তু যেহেতু আমার চোখের যোগ্যতা নেই ভগবানকে দেখবার, আমি তাই তাকে অস্বীকার করি। ভগবান সর্বত্র বিরাজমান। তা জাগতিক ভাবে আমাদের চোখগুলো ভোঁতা। শুধু চোখ নয়, সব ইন্দ্রিয়। বিশেষ ভাবে চোখ। যেহেতু আমরা চোখের প্রতি গর্বিত, এবং আমরা বলি, 'তুমি আমাকে ভগবানকে দেখতে পারবে?' দেখো তোমরা। কিন্তু সে ভাবে না তার চোখের ভগবানকে দেখবার যোগ্যতা আছে কি না। এরা নাস্তিক।"
৬৯০৫০১ - প্রবচন নৃসিংহদেবের আবির্ভাব তিথি মহোৎসব - বোস্টন