BN/690503b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো আমি নিত্য। যদিও আমি একজন বৃদ্ধ ব্যক্তি, আমি বুঝতে পাই আমার শিশু কালে, কৈশোরে, যৌবনে আমি কেমন ছিলাম। এই দেহের পরিবর্তন হয়েছে, কিন্তু আমি এক রয়েছি। বিষয়টা খুব সহজ। সবাই বুঝতে পারবে। তাই, আমি একজন চিন্ময় আত্মা, আমি দেহ নই। দেহের পরিবর্তন হচ্ছে; আমি দেহের থেকে ভিন্ন। তাই দেহের পরিবর্তন মানে আমার শেষ নয়। তাই আমার দায় বদ্ধ হওয়া উচিত, 'আগামী জীবনে আমি ও দেহ প্রাপ্ত হবো?' সেটা আমার দায়বদ্ধতা।"
৬৯০৫০৩ - প্রবচন আর্লিংটন স্ট্রিট চার্চ - বোস্টন