BN/690511c কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু কলম্বাস

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
অ্যালেন গিন্সবার্গ: যদি এলএসডি জাগতিক আসক্তি হয়, তাহলে কি, শব্দ, তাও জাগতিক আসক্তি নয়?

প্রভুপাদ: না, শব্দ, আধ্যাত্মিক। আসলে, ঠিক যেমন বাইবেল-এ উল্লেখ আছে, 'সৃষ্টি হোক', এটা শব্দ, আধ্যাত্মিক শব্দ। সৃষ্টি। সৃষ্টি আগে ছিলো না। শব্দ থেকে সৃষ্টি এসেছে। তাই শব্দ আসলে আধ্যাত্মিক, এবং শব্দ থেকে, শব্দ- শব্দ থেকে আকাশ; আকাশ থেকে; বায়ু আসে; বায়ু থেকে; অগ্নি আসে; অগ্নি থেকে জল; জল থেকে; জমি আসে। অ্যালেন গিন্সবার্গ: সৃষ্টিতে সর্বপ্রথম শব্দ এসেছে? প্রভুপাদ: হ্যাঁ, হ্যাঁ। অ্যালেন গিন্সবার্গ: প্রথম শব্দটি কি ছিল? প্রভুপাদ: বৈদিক শব্দ ওঁ। হ্যাঁ, তো আমরা অন্তত বুঝতে পারছি, বাইবেল থেকে, যে ভগবান বলেছেন, 'সৃষ্টি হোক'। সুতরাং এই শব্দ, এবং তা থেকে সৃষ্টি। ভগবান এবং তার শব্দ অভিন্ন, পূর্ণ। আমি বলছি, 'গিন্সবার্গ বাবু', এই আওয়াজ এবং আমি, হালকা পার্থক্য আছে। কিন্তু ভগবান তার শক্তি থেকে অভিন্ন।"

৬৯০৫১১ - অ্যালেন গিন্সবার্গের সাথে কথোপকথন - কলম্বাস