BN/690521b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ বৃন্দাবন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো বৈদিক শাস্ত্র মানে, যখন বলা হচ্ছে অর্থদম, "এই জীবনেই তুমি বস্তুটি অর্জন করতে পারো", সেই বস্তুটি হলো কৃষ্ণভাবনামৃত। নাহলে বস্তুটিকে কোটি ডলার বা লক্ষ্য ডলার মনে হতে পারে, সেটাও অর্থ কিন্তু অনিত্য। সেই বস্তু তুমি নিয়ে যাবেনা। তুমি মাতৃগর্ভ থেকে খালি হাতে বেরিয়েছ, এবং যখন তুমি ফিরে যাবে, তুমি খালি হাতেই যাবে। এরকম নয় যে তুমি লক্ষ্য টাকা রোজগার করেছো, রকফেলার মহাশয় বা ফোর্ড, তাই তুমি সব নিয়ে যেতে পারবে। না। রকফেলার সেন্টারটা থাকবে, যেখানে আছে। তোমাকে খালি হাতে চলে যেতে হবে।"
৬৯০৫২১ - প্রবচন দীক্ষা- নব বৃন্দাবন , যুক্তরাষ্ট্র আমেরিকা