BN/690613 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ বৃন্দাবন

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীমদ ভাগবতের এক একটি শব্দ, প্রচুর পরিমাণ তথ্য আছে তাতে, প্রতিটি শব্দ। এই শ্রীমদ ভাগবত বিদ্যা ভগবতবধি। একজনের শিক্ষার প্রমাণ হবে যখন সে শ্রীমদ ভাগবত বুঝতে পারবে। বিদ্যা, বিদ্যা মানে শিক্ষা, এই বিজ্ঞান, ওই বিজ্ঞান নয়। যখন একজন শ্রীমদ ভাগবতের সঠিক তথ্য উপলব্ধি করতে পারবে, বুঝতে হবে সে সমস্ত শিক্ষার ধাপ সমাপ্ত করেছে।"
৬৯০৬১৩- প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০৫.১৩ - নববৃন্দান্দবন, যুক্তরাষ্ট্র আমেরিকা