BN/690622b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ বৃন্দাবন
From Vanipedia
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো আমাদের এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন খুব ভালো। আমরা মাখন তৈরি করি এবং উৎসব করি এবং ভালো করে থাকি এবং নাচি, হরে কৃষ্ণ। সুতরাং সহযোগিতা করো এবং উন্নতি করবার চেষ্টা করো। যদি তুমি আন্তরিক হও তাহলে উন্নতি করবে। শ্রীকৃষ্ণ সব সাহায্য করবেন। এবং একদিন তা বৃন্দাবনের প্রতিরূপে পরিবর্তিত হবে।" |
৬৯০৬২২ - প্রবচন - নব বৃন্দাবন, যুক্তরাষ্ট্র আমেরিকা |