BN/690716 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো আজকে এই বিগ্রহ প্রতিষ্ঠান অনুষ্ঠান হলো অনুমোদিত। ঠিক যেমন অনেক বর আমি এই উদাহরণ দিয়েছি যে, যখন তুমি তোমার চিঠি রাস্তার একটা বক্সে ফেলো, কারণ সেখানে লেখা কাছে যুক্তরাষ্ট্রের ইমেইল, তুমি যেন যে এটা একটি অনুমোদিত বাক্স। এবং যদি তুমি তোমার চিঠি এই বাক্সে ফেলো, সেটা অবশই তার গন্তব্য স্থলে পৌঁছে যাবে। এই পোস্ট অফিস কাজ করবে। তো ওই বিশাল বড় পোস্ট অফিস ভবনের মধ্যে এবং এই ছোট বক্সের মধ্যে কোন তফাৎ নেই, কারণ এটা অনুমোদিত। ঠিক সেরকম, মূর্তি পুজো এবং বিগ্রহ পুজোর পার্থক্য। যতক্ষণ না অনুমোদিত পন্থা গ্রহণ করা হবে, ততক্ষণ সেটা হলো মূর্তি পুজো। "
৬৯০৭১৬ - প্রবচন শ্রী শ্রী রুক্মিণী দ্বারকানাথের বিগ্রহ প্রতিষ্ঠান অনুষ্ঠানে - লস্‌ এঞ্জেলেস্‌