BN/690924 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তাই এখন মানুষ এই বিষয়টাও বিবেচনা করতে চায় না যে, "যদি আমি চিরস্থায়ী, যদি আমি আমার স্থান, আমার পোশাক, আমার পেশা প্রতি পঞ্চাশ বছর বা দশ বছর বা বারো বছর পর পরিবর্তন করি পোশাক অনুযায়ী ..." বিড়াল এবং কুকুর, তারা দশ বছর বেঁচে থাকে । গরু বিশ বছর বেঁচে থাকে, এবং মানুষ বেঁচে থাকে, ধর, শত বছর । গাছ হাজার বছর ধরে বেঁচে থাকে । কিন্তু সবাইকে বদলাতে হবে । বাসাংসি জীর্ণানি যথা বিহায় (শ্রীমদ্ভগবদ্গীতা ০২/২২)। আমাদের যেমন আমাদের পুরনো পোশাক বদলাতে হবে, তেমনি এই শরীরটাও বদলাতে হবে । এবং আমরা পরিবর্তন করছি । প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে । এটা একটা বাস্তবতা ।"
৬৯০৯২৪ - কথোপকথন - লন্ডন