BN/691223 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"মায়াবাদী দার্শনিকেরা বলে, "আমি ভগবান, কিন্তু মায়ার প্রভাবে , আমি ভাবছি আমি ভগবান নয়। কিন্তু ধ্যানের মাধ্যমে আমি ভগবান হয়ে উঠবো"। তার মানে তিনি মায়ার শাস্তির দ্বারা আবদ্ধ। তার মানে ভগবান মায়ার দ্বারা প্রভাবিত। তা কি করে সম্ভব হয়ে ? ভগবান হলেন মহান, যদি তিনি মায়ার দ্বারা প্রভাবিত হন তালে তো ময় মহান হয়ে যাচ্ছে। তালে ভগবান কি করে মহান হচ্ছে? তো বিষয়টা হলো, যতক্ষণ আমরা এই অমূলপ্রতাখ্যে থাকবো যে, "আমি হলাম ভগবান ", "ভগবান বলে কেউ নেই", "সবাই ভগবান ", এই ধরণের আরো অনেক বিষয়ে, তত ক্ষন ভগবানের কৃপা পাওয়ার কোন প্রশ্ন নেই। "

৬৯১২২৩ - প্রবচন - বোস্টন

৬৯১২২৩ - প্রবচন - বোস্টন