BN/691226 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যাঁরা কৃষ্ণচেতনাকে গুরুত্ব সহকারে নিয়েছেন, যদিও কিছু দোষ থাকে, তবুও, তাঁরা সাধু ব্যক্তি । এটাই কৃষ্ণের সুপারিশ । কারণ সেই দোষ তাঁর অতীত অভ্যাসের কারণে হতে পারে, কিন্তু সেটা বন্ধ করা হচ্ছে । ঠিক যেমন আপনি সুইচ বন্ধ করে দেন, আর কোন বৈদ্যুতিক স্রোত কাজ করবে না, কিন্তু ফ্যানটি এখনও অতীতের বলের কারণে কিছু গোল -চক্কর দেয় । একইভাবে, একজন কৃষ্ণচেতনাময় ব্যক্তি, এমনকি যদি তাঁকে দোষের মধ্যেও পাওয়া যায়, কৃষ্ণ বলেন, "না।" সাধুরেব স মন্তব্যঃ (শ্রীমদ্ভগবদ্গীতা ০৯/৩০)। "তিনি একজন সাধু ব্যক্তি, সাধু।" কেন? এখন, তিনি যে প্রক্রিয়াটি গ্রহণ করেছেন, তা যথাসময়ে তাঁকে সুস্থ করে তুলবে । শশ্বচ্ছান্তিং নিগচ্ছতি।"
৬৯১২২৬ - প্রবচন দীক্ষা - বোস্টন