BN/700426b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমরা ভাবছি যে 'আমি ভগবানের সমান। আমিই ভগবান।' এটি অসম্পূর্ণ জ্ঞান। তবে তুমি যদি এটি জান যে 'আমি ভগবানের অবিচ্ছেদ্য অংশ' তবে সেটা হচ্ছে পূর্ণ জ্ঞান। মায়াবাদী দার্শনিক ও নাস্তিকেরা দাবি করে যে 'ভগবান আবার কে? আমিই ভগবান।' এটি হচ্ছে অসম্পূর্ণ জ্ঞান। মনুষ্য জীবন হচ্ছে চেতনার পরিপূর্ণ প্রকাশ'। আর এই মানব জীবনেই তুমি চেতনার পূর্ণ বিকাশ পুনরায় জাগ্রত করতে পার। বেড়াল-কুকুরেরা তা বুঝতে পারে না। সুতরাং তুমি যদি সেই সুবিধাটি গ্রহণ না কর, তবে তুমি 'আত্মহনঃ জনঃ'। তুমি নিজেকে হত্যা করছ, আত্মহত্যা করছ। যেমনটি বলা হয়েছে, 'আত্ম অন্ধেন তমসাবৃতা তামস্তেপ্রেত্যাভিগচ্ছতি যে কে আত্মহনো-জনঃ (ঈশোপনিষদ ৩)। মৃত্যুর পরে,প্রেত্যাভি...প্রেত্যা মানে মৃত্যুর পরে। সুতরাং আত্মহনো-জনঃ হয়ো না। এই সমস্ত সুযোগগুলোকে জীবনে কাজে লাগাও। এটাই আমাদের কাজ। "
৭০০৪২৬ - ঈশোপনিষদ আবাহন মন্ত্রের ওপর প্রদত্ত প্রবচনের উদ্ধৃতাংশ - লস্‌ এঞ্জেলেস্‌