| "কৃষ্ণের সাংসার করো ছাড়ি অনাচার ( ভক্তিবিনোদ ঠাকুর )আমাদের উদ্দেশ্য হ'ল আসুন আমরা কৃষ্ণের পরিবারের সদস্য হয়ে উঠি। এটা আমাদের কার্যক্রম। এবং যদি আমরা কৃষ্ণের পরিবারে প্রবেশ করি ... ঠিক তেমন কৃষ্ণ তাঁর সঙ্গীর সাথে উপভোগ করছে। তাই অস্বীকার করার কিছু নেই; সবকিছু আছে। কৃষ্ণ খাচ্ছে, কৃষ্ণ উপভোগ করছে, কৃষ্ণ নাচছে, কৃষ্ তাঁর প্রসাদ — প্রতিদান দিচ্ছে। কিছুই অস্বীকার করা হয় না। যদি আমরা কৃষ্ণ চেতনাতে বাস করি তবে আমরা কয়েকশো, হাজার বা বহু বছরের জন্য বাঁচতে পারি। আসলে আমরা মরি না। মৃত্যু ও জন্ম কী?এটি এই শরীরের। সুতরাং আমরা চিরন্তন; কৃষ্ণ চিরন্তন।"
|