BN/700506 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীকৃষ্ণ, যদিও তিনি সর্বদাই গোলোক বৃন্দাবনে রয়েছেন এবং তাঁর করার বলে কিছুই নেই, তিনি কেবল তাঁর পার্ষদ, গোপিকা ও গোপবালক, তাঁর মা, তাঁর বাবা ইত্যাদি সকলের সান্ন্যিধ্যে উপভোগ করছেন। মুক্তভাবে, সম্পূর্ণরূপে মুক্ত। এবং যারা তাঁর পার্ষদ, তারা আরও মুক্ত। কারণ যখন তাঁর পার্ষদেরা বিপদে পড়েন তখন শ্রীকৃষ্ণ তাদের উদ্ধারের চিন্তায় উদ্বিগ্ন হন, কিন্তু পার্ষদদের, তাদের কোনও উদ্বেগ নেই। 'ওহ্‌, কৃষ্ণ তো আছেই'। দেখ। (হাসি) পার্ষদদের কোনও দুশ্চিন্তা নেই।"
৭০০৫০৬ - ঈশোপনিষদ প্রবচন ১-৪ - লস্‌ এঞ্জেলেস্‌