BN/700512 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীকৃষ্ণ সাধারণ শরীরধারী নন। তাঁর দেহ ও আত্মার মধ্যে কোনও পার্থক্য নেই। তার আত্মা এবং দেহ একই। তিনি দেহ পরিবর্তন করেন না, কারণ তার দেহ জড় নয়। এবং যেহেতু তাঁর দেহের পরিবর্তন হয় না, তাই তিনি সবকিছুই মনে রাখতে পারেন। আমরা দেহ পরিবর্তন করি, তাই আমাদের পূর্ব জন্মে কি হয়েছে তা আমাদের স্মরণ করতে পারি না। আমরা ভুলে গেছি।"
৭০০৫১২- ঈশোপনিষদ প্রবচন মন্ত্র ০৮- লস্‌ এঞ্জেলেস্‌