BN/700630c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
এটি একজনের পছন্দের উপর নির্ভর করে। যদি তুমি পছন্দ কর, যদি তুমি মনে কর যে সন্ন্যাস আশ্রম গ্রহণ করার ফলে কৃষ্ণভাবনামৃতে উন্নতি করতে পারবে তাহলে তুমি তা গ্রহণ করো। কখনো লোক দেখানোর জন্য তা গ্রহণ করো না। কিন্তু তুমি যদি মনে কর যে, "আমি যদি পরিবারের সদস্যদের সাথে থাকি তাহলে আমার কৃষ্ণভাবনামৃতে এটি বেশি সাহায্য করবে। " তাহলে এভাবেই বসবাস কর। শুধুমাত্র সন্ন্যাসী হলে বা ব্রহ্মচারী হলেই যে কেবল তুমি উপলব্ধি করতে পারবে, এমন কোন বাধ্যবাধকতা নেই। না। যেকোন অবস্থানে থেকে, তোমার উদ্দেশ্য যদি কৃষ্ণ এবং বিষ্ণু হয়, তাহলেই তুমি সার্থক।
৭০০৬৩০- শ্রীমদ্ভাগবত প্রবচন ০২.০১.০১ - লস্‌ এঞ্জেলেস্‌