BN/700703b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
যখন তুমি জপ করো, তোমাকে তা শুনতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। একই সাথে তোমাকে তা শুনতে হবে। তখন মন এবং ইন্দ্রিয় গুলো একত্রিত হবে। আর এটি হলো সমাধি। এটি হলো যোগের পরিপূর্ণতা। এই যোগ সম্পর্কে ভগবদ্‌গীতায় বলা হয়েছে, "যোগিনাম্ অপি সর্বেষঃ মদ্গতেন্তর্ আত্মনা(ভগবদ্‌গীতা ৬.৪৭)" তাই সকলেরই জপ করার সময় শুনা উচিত।
৭০০৭০৩ - দীক্ষা প্রবচন - লস্‌ এঞ্জেলেস্‌