BN/700705b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
দয়া করে এই বিষয়টি বুঝার চেষ্টা করুন যে প্রত্যেকেই হলো সেবক। এমনকি আপনাদের রাষ্ট্রপতি হলো আপনাদের এই দেশের সেবক। তাই কেউ বলতে পারে না যে, "আমি কারও দাস নই"। সে হলো সেবক কিন্তু সে জানে না যে প্রকৃতপক্ষে সে হলো সর্বশক্তিমান ভগবানের সেবক। এটি হলো তার অজ্ঞতা। আমরা শুধু এই অজ্ঞতা দূর করছি, যে, "তুমি হলে সেবক কিন্তু তোমাকে মানতে হবে যে তুমি পরমেশ্বর ভগবানের সেবক। আর এটি তোমার জীবনকে স্বার্থক করে তুলবে। " এখানেই শেষ। অতএব আমি বলি যে এখানে অসংখ্য অনুগামী রয়েছে। তাদের কেউ কেউ মানছে আবার কেউ কেউ মানছে না। এটিই হলো অসুবিধা। কিন্তু যদি কেউ আমার কাছে আসে, আমি তাকে মানতে বাধ্য করাব। হ্যাঁ।
৭০০৭০৫ - রথযাত্রা মহোৎসব প্রবচন এবং সংবাদ সম্মেলন - সান ফ্রান্সিস্কো