BN/700801 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
সুতরাং শুকদেব গোস্বামী তার সিদ্ধান্ত দিচ্ছেন। নৃপা, "ওহে রাজন্, এবং এই সকল শ্রেণীর মানুষের জন্য।" নির্নিতম্, "এটি ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে।" এটি হল বৈদিক সিদ্ধান্ত। তুমি এগুলো খুজে পেতে পার না। তার জন্য তোমাকে যথার্থ কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য নিতে হবে। সুতরাং এখানে শুকদেব গোস্বামী হলেন কর্তৃপক্ষ, "সকল শ্রেণীর মানুষের জন্য, এটি তর্কাতীতভাবে নির্ধারিত হয়েছে।" এটি তাহলে কি? হরেঃ নামানুকীর্তনম্ (শ্রীমদ্ভাগবতম ২.১.১১): হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কর। এখন তুমি জ্ঞানীই হও, যোগীই হও আর কর্মীই হও, এখন তুমি কিছু আশা কর বা না কর, তুমি তোমার লক্ষ্যে ঠিকই পৌঁছে যাবে, জীবনের পরিপূর্ণতা প্রাপ্ত হবে। তাই যদি তুমি সেটি চাও, তাহলে জপ করো: হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে / হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
৭০০৮০১ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০২.০১.১১ - লস্‌ এঞ্জেলেস্‌