BN/701223 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সুরাট

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যখন আমরা অজ্ঞানতায় থাকি... সকলেই পাপকর্ম করে অজ্ঞানতার কারণেই। অজ্ঞানতা। ঠিক যেমন অজ্ঞানতার কারণেই একটি শিশু আগুনে হাত দেয়। আগুন তাঁকে রেহাই দেবে না। কারণ সে একটি শিশু, সে জানে না, তাই বলে কি আগুন ওকে ছেড়ে দেবে? ওর হাত পুড়বে না? না, সে কোন শিশু হলেও আগুন ঠিক তার কাজ করবে। এটি পুড়বেই। ঠিক তেমনই অজ্ঞানতা আইনের কোন অজুহাত হতে পারে না। যদি তুমি কোন খারাপ কাজ করে থাক, আর আদালতে গিয়ে বল "মহাশয়, আমি এই আইনটা জানতাম না।" সেটি কোন অজুহাত হতে পারেনা। তুমি এই অপকর্মটি করেছ, এমন কি তুমি যদি এই সম্পর্কে আইন নাও জেনে থাক, এর মানে এই নয় যে তুমি এর থেকে নিষ্কৃতি পেয়ে যাবে। তাই যে কোন পাপকর্মই তমোগুণ বা অজ্ঞানতা এবং রজো-তমোগুণের কারণে করা হয়ে থাকে। তাই প্রত্যেকের উচিত সত্ত্বগুণের স্তরে উন্নীত হওয়া। তাঁকে অবশ্যই ভাল হতে হবে, ভাল মানুষ হতে হবে। আর তুমি যদি ভাল মানুষ হতে চাও, তবে তোমাকে এই সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবেঃ অবৈধ যৌন সঙ্গ, মাংসাহার, নেশাজাতীয় দ্রব্য এবং দ্যূতক্রীড়া বর্জন করতে হবে। এগুলো হচ্ছে পাপময় জীবনের চারটি ভিত্তি। যদি তুমি এই চারটি পাপকর্মে লিপ্ত থাক, তাহলে তুমি ভাল মানুষ হতে পারবে না।"
৭০১২২৩ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৬/১/৪১-৪২ - সুরাট